আজ ২৯ শে এপ্রিল ২০২২ রোজ শুক্রবার ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিল’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পদ অলংকৃত করেন জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ ,কাউন্সিলর,১৭ নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি করপোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামশের নাহিদ (শুভাকাঙ্ক্ষী) , জনাব এস এম পারভেজ, ডিরেক্টর ড্রীম টাচ সোসাইটি, ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ার মোঃ আহসান উল্লাহ হাসান এর পরিচালনায় ও মুক্ত অঙ্গন শিক্ষালয়ের পরিচালক জনাব মুক্তা আকতারের শুভেচ্ছা বক্তব্যে উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন তানজিমুল ইসলাম রাহাত সভাপতি এনসিটিএফ-চট্টগ্রাম । ন্যাশনাল চিলড্রেন’র টাস্ক ফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় শিশু সংগঠন, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত এই সংগঠন দেশের ৬৪ জেলায় শিশু অধিকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এনসিটিএফ চট্টগ্রাম জেলা শুরু হতে শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও এনসিটিএফ চট্টগ্রাম পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্যোগ নেয়, যার মাধ্যমে মুক্ত অঙ্গন শিক্ষালয়’র ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাদ্য সামগ্রী বন্টন করা হয় এবং ড্রিম টাচ এর সহযোগিতাই ১৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্তু বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহিদুল আলম শহিদ বলেন, “এনসিটিএফ চট্টগ্রাম শুরু থেকেই শিশুদের নিয়ে কাজ করে আসছে এবং এই শিশু নেতৃত্ববৃন্দই আগামীর বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ করে গড়ে তুলবে।” সভার সমাপনী বক্তব্যে সভাপতি তানজিমুল ইসলাম রাহাত স্থানীয় জন প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ শিশুদের জন্য এবং শিশুদের অধিকারের জন্য এনসিটিএফ সদা প্রত্যয়ী। শিশুরা যেনো কখনো সুবিধাবঞ্চিত না হয় তার জন্য এনসিটিএফ সবসময় কাজ করে যাবে।’’ উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, এনসিটিএফ চট্টগ্রামের সহ-সভাপতি অবন্তী রায়, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, শিশু সাংসদ প্রপা মজুমদার নেহা, শিশু সাংবাদিক মোঃ মনির হোসেন, শিশু গবেষক নির্ঝর দাশ, শিশু গবেষক তাসলিমা আকতার, ইয়েস বাংলাদেশের ভলান্টিয়ার তানজিয়া নওরিন প্রমি সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।